www.Monpura.Blogspot.com

Farhana Mili in Monpura
Farhana Mili in Monpura
Chanchal Chowdhury -Interview
Interview- Chanchal
Farhana Mili in Commercial
Farhana Mili in Commercial
Interview- Fazlur R. Babu
Interview-Fazlur R.Babu

Making of
Monpura
Chanchal-Babu-duet-album
Chanchal-Babu Duet Album
Director- Gias Uddin Selim
Director- Gias Uddin Selim
Monpura Posters
Monpura
Posters
Interview- Mili
...it was on the set of 'Ramizer Aaina', when director Shihab Sahin introduced me with Gias Uddin Selim


Lyrics
Monpura Worldwide Release Interview- Gias Uddin Selim
Monpura- The Story Monpura Trailer
View all Comments. Monpura- Under Piracy Threat
Production Cost-Tk 20 Million Monpura- Public Opinion
Monpura-All Time Blockbuster? Krishnokoli Awarded for Monpura
Movie Preview- Monpura
Afjal Hossain(Actor)
People, who have left Bangla cinema, might get an opportunity to get their way back to cinema hall due to Monpura...more

Cast and Crew of Monpura

Overview Monpura.Blogspot.Com- Poll
Director: Gias Uddin Selim
Writer: Gias Uddin Selim
Release Date: 13th February
Genre: Romance/Musical
Monpura in FaceBook

Krishnokoli On Top 5 for Monpura Songs

One Week Away From a Blockbuster
Songs
Jao pakhi
Lyrics
Krishnokoli
Sonar Moina Pakhi
Lyrics
Arnob
Age Jodi Jantam
Lyrics
Mamotaj
Nithua Pathare
Lyrics
Fazlur Rahman Babu
Jao Pakhi Balo Tare
Lyrics
Chandona MajumderImage not
found.
Nithua Pathare
Lyrics
Chanchal Chowdhury

Saturday, October 18, 2008

Monpura song- Lyrics



Lyrics of 'Amar Sonar Moyna Pakhi'
আমার সোনার ময়না পাখি (মনপুরা)
কথা ‌ও সুর: মোহাম্মদ ওসমান খান
কন্ঠ: অর্ণব


আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি ।।

সোনা বরণ পাখিরে আমার
কাজল বরণ আঁখি
দিবানিশি মন চায়রে
বাইন্ধা তরে রাখি রে
আমার সোনার ময়না পাখি ।।

দেহ দিছি প্রাণরে দিছি
আর নাই কিছু বাকী
শত ফুলের বাসন দিয়ারে
অঙে দিছি মাখি রে
আমার সোনার ময়না পাখি ।।

যাইবা যদি নিঠুর পাখি
ভাসাইয়া মোর আঁখি
এ জীবন যাবার কালে রে
ও পাখি রে
একবার যেন দেখি রে
আমার সোনার ময়না পাখি ।।



Lyrics of 'Jao Pakhi Balo Tare'
যাও পাখি বলো তারে (মনপুরা)
কণ্ঠ: কৃষ্ণকলিচন্দনা মজুমদার

সোনারও পালঙ্কের ঘরে
লিখে রেখে ছিলেম দ্বারে
যাও পাখি বলো তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেক, ভালো থেক
মনে রেখ এ আমারে ।।

বুকের ভেতর নোনা ব্যাথা
চোখে আমার ঝরে কথা
এপার ওপার তোলপার একা

মেঘের ওপর আকাশ ওড়ে
নদীর ওপার পাখির বাসা
মনে বন্ধু বড়ো আশা ।।

যাও পাখি যারে উড়ে
তারে কয়ো আমার হয়ে
চোখ জ্বলে যায় দেখব তারে
মন চলে যায় অদূর দূরে
যাও পাখি বলো তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেক, ভালো থেক
মনে রেখ এ আমারে ।।


Lyrics of 'Nithua Pathare'
নিথুয়া পাথারে (মনপুরা)
কণ্ঠ : ফজলুর রহমান বাবু

নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে
ধর বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই ।।

চিকন ধুতিখানি পড়িতে না জানি
না জানি বান্ধিতে কেশ ।
অল্প বয়সে পীরিতি করিয়া
হয়ে গেল জীবনেরও শেষ ।
প্রেমেরও মুরলি বাজাতে নাহি জানি
না পারি বান্ধিতে সুর ।।

নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে
ধর বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই ।।



Lyrics of 'Age jodi jantam re bondhu'
আগে যদি জানতাম রে বন্ধু (মনপুরা)
কথা ও সুর: কৃষ্ণকলি ইসলাম
কন্ঠ : মমতাজকৃষ্ণকলি

আগে যদি জানতাম রে বন্ধু
তুমি হইবা পর
ছাড়িতাম কি বাড়ি আমার
ছাড়িতাম না ঘর ।।

উজানে ভাসাইলাম নাও
ভাটি কোথাও নাই
আমি আমার ছিলাম নাকি
তুমি কোথাও না ।।
পীরিতে সাজায়েছি রঙ
বাসরে বাঁশি
সুরে সুরে সুরমালা
ভিতরে ফাঁকি ।।

আগে যদি জানতাম রে বন্ধু
তুমি হইবা পর
ছাড়িতাম কি বাড়ি আমার
ছাড়িতাম না ঘর ।।


Lyrics of 'sonai hay hayre'
সোনাই হায় হায়রে (মনপুরা)
কথা: গিয়াস উদ্দিন সেলিম
সুর : সংগ্রহ
কণ্ঠ : ফজলুর রহমান বাবু

কেহ লইলো আতর লোবান
কেহ লইলো জল
কেহ লইলো বরই পাতা
কেহ লইলো পরীরে
সোনাই হায় হায়রে
সোনাই হায় হায়রে ।।

ফুল কান্দে পাখি কান্দে
কান্দে গাঙের পাড়
কান্দিয়া কান্দিয়া সোনাই
হইলো জারে জার ।।

বাবায় দিলো কন্যারে কাঁধ
শ্বশুর দিলো মাটি
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
মাটি ছুঁয়ে খাঁটি
সোনাই হায় হায়রে
সোনাই হায় হায়রে ।।