But Chandona performed that song even without knowing its destination. She just sang it like many other songs she did. "Just after two times, the song was ok'd. If I had knew that the song will be there in a movie like 'Monpura' I might have tried to do better"- said Chandona with her artistic desire for perfection. And we all know that her 'Not so Good' performance in 'Jao pakhi' was good enough to create a bizarre across the nation. A nation addicted to Hindi songs , is now looking for songs of its own.
Lyrics of 'Jao Pakhi Balo Tare'
যাও পাখি বলো তারে (মনপুরা)
কণ্ঠ: চন্দনা মজুমদার ও কৃষ্ণকলি
সোনারও পালঙ্কের ঘরে
লিখে রেখে ছিলেম দ্বারে
যাও পাখি বলো তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেক, ভালো থেক
মনে রেখ এ আমারে ।।
বুকের ভেতর নোনা ব্যাথা
চোখে আমার ঝরে কথা
এপার ওপার তোলপার একা
মেঘের ওপর আকাশ ওড়ে
নদীর ওপার পাখির বাসা
মনে বন্ধুবড়ো আশা ।।
যাও পাখি যারে উড়ে
তারে কয়ো আমার হয়ে
চোখ জ্বলে যায় দেখব তারে
মন চলে যায় অদূর দূরে
যাও পাখি বলো তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেক, ভালো থেক
মনে রেখ এ আমারে ।।
Chaondona Mojumder's debut album was released from 'Concord Records'. " But it failed to get the attention due to lack of publicity"-Chandona said. Her album 'Vober Haat' was released on last summer in the banner of 'Bengal Foundation'.